শিক্ষক
শামীম আল মামুনশিক্ষক মানুষ গড়ার কারিগড়
নিজের ঘড় না বেধে বাধে অন্যের ঘর।
শিক্ষক শেখায় অ আ ক খ
শেখায় নীতি আদর্শ মূল্যবোধ
অন্ধকার ছেড়ে আলোর পথ।
শিক্ষকের স্পর্শে মাটি হয় সোনা
কাজ তার ছাত্রের হৃদয়ে স্বপ্নের বিজ বোনা
স্বপ্ন দেখা স্বপ্ন ছোয়ার পথ
শেখায় সন্মান দেখানো সেথায় নানা মত।
ব্যক্তি জীবনে শিক্ষক একজন মানুষ
অন্যকে স্বপ্ন দেখিয়ে নিজের স্বপ্ন প্রায়ই হয় ফানুষ
সন্মানী সন্মান দুটোই আজ হয় গেছে পোর
সমাজ গঠনে তারা আজ কম জোর।
অসভ্য কে সভ্য করা শিক্ষকের কাজ
এ যেন তেন কাজ নয়
যেন পাহাড়ের মাথায় বাজ।
দুঃখ আজ শিক্ষক দিবস
সন্মান সন্মানী দুটোই চাইতে হয়
কিভাবে সভ্য সমাজে
দীনতা আর হীনতার নহর বয়।
তবুও ভালো থাকুক
পৃথীবির সকল শিক্ষাগুরু
পৃথীবিকে জানতে শেখা
যাদের মাধ্যমেই শুরু।।।।।
No comments:
Post a Comment