অযোগ্যতাই পছন্দ
শামীম আল মামুন(২৯.১০.২০২২)
অযোগ্যতাই যোগ্যতা
ভরপুর নম্রতা আর ভদ্রতা।
পছন্দ যখন তেলতেলানি
যোগ্যরা খায় শুধুই পানি।
অযোগ্যেরও অযোগ্য
সেজে থাকে বুজুর্গ।
ছ্যাপ চাটার স্বভাব যার
গিদর কুত্তা নাম তার।
হিরক রাজার সমাহার
শত চামচায় ডিঙ্গায় পাহাড়।
যোগ্য জায়গায় গেলেই হয় না যোগ্য
যাওয়ার পথ হয় অগ্রগণ্য
কেউ মাথা,কেউ মেধা কেউ বাহু
যাদের কিছুই নাই তারাই না খেয়ে কাবু।
অনিয়মের নিয়ম ভেঙ্গে যাবেই একদিন
অন্ধকার কেটে হাসবে আলো
আলোর মশাল নিয়ে অগ্রগামী আগন্তুক
অপেক্ষা শুধু সময়ের।
রোবটিক্স পৃথিবী
বাঙ্গালি গুটিবাজি
অন্বেষণ নাই জ্ঞানের
বড়ই মায়া প্রানের।
কলার ধরে খাবি কষা
মর্ধাকর্ষের বিপরীতে ঢুকবে মশা
আল্লাহ ভুলে ডাকবি ভগবান
আজরাইল নেকড়ে সেজে কবজ করবে জান।।।।।
No comments:
Post a Comment