ll

 তেনা যখন নেতা

শামীম আল মামুন


নেতা যখন তেনা

বুঝায় নেত্রীত্বে দেনা।


তেনাই যখন নেতা

জনগনের গায়ে  তখন ছিড়া খেতা। 


নেতা যখন তেলবাজ,চাপাবাজ,ফাপরবাজ

ভাত নাই জনগন,পারলে চিড়া ভাজ। 


দূর্নীতিই যার নীতি

সততায় তার ভীমরতি।


হারাম সিস্টেমে বানাতে চায় হালাল

তার আশেপাশে পা চাটা নানান দালাল। 


নেতা যখন নগদ নারায়ন

শুনে না কোন সম্পর্কের বারন।


হ্যান করে ত্যান করে

সে আসলে চুল ছিড়ে।


কেটে যাবে অমাবস্যা

অন্ধকার যত

খন্দকার মোশতাকের মত,


পাজামার এক পা দিয়ে

ঢুকে যাবে দু পা

যে টুকু আছে সময়

নেতা তুই ভাল হয়ে যা।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...