কষ্ট
শামীম আল মামুন
কষ্টগুলো চোখ ভাষায় রাতে নির্ভিতে
বাক শূন্য করে দেয়
পোড়া কপাল মনে করিয়ে দেয়।
অমাবস্যার মত অন্ধকারের পাখি
দেখে না কেউ
যে বনে আবাস গড়ে
সে বনই জানে তার চরম অবস্থান।
পেয়ে না পাবার কষ্ট
ভীষণ ভীষণ নষ্টের
মন জড় করে দেয়
অনুভূতি অনুভূতিহীন হয়ে যায়
হারিয়ে পালিয়ে বেড়ানোর প্রবল ইচ্ছা
টেনে ধরে এ যেন আসল কষ্ট।।।।।।
No comments:
Post a Comment