ll

আবেগ

 আবেগে কখনও কখনও লুন্ঠন হয় বিবেক

আবেগে প্রকৃত ভালোবাসা হয় প্রতাক্ষিত

আবেগ এক অসুখ

আবেগেই ভাবুক

আবেগে আসক্তি

আবেগেই অভিমান

আবেগে মন্দের কাছে পরাজিত

আবেগের বারাবারি

বোকা হয়ে দয়ালুর ভান ধরি

আবেগেই স্বপ্ন

আবেগেই সুখ

আবেগেই বিশ্বাস

আবেগেই ইমান

আবেগেই চোখে জল

ঠোটের কোনায় মৃদু হাসি

আবেগেই জন্ম

আবেগেই ধ্বংস

আবেগ ই পৃথীবি

আবেগ ই বেচে থাকা

মৃত্যু শেষ আবেগেরই নাম।।।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...