ll

মুক্ত

 মুক্ত

তাও চিন্তার তারকাটা

নিউরনের চারপাশ

আষ্টে পিষ্টে রেখেছে

মুক্ত কিন্তু মুক্তি মেলেনি অনেক কিছুর

যার মধ্যেই সবকিছু নয় আবার অনেক কিছু


কি ভাবে নিউরনের কাটবে বন্দিদশা

নিউরন না ঘুমিয়ে ভাবছে তা

হয়তবা কেবল শুরু

নতুবা শেষ


বাতাবি লেবুর ফুলের ঘ্রান

বা রাতে বেলি ফুলের ঘ্রান

খুবই রেয়ার

মস্ত বড় বকুল ফুল গাছ

আর তার নিচে ভোরে বকুল ফুল

সেটাতো এখন কল্পনায় পাস্ট পারফেক্ট


কত কোলাহল কতই না মধুর

কত মধুর সুর কতই না তিক্ত

ভালোবাসাহীন কত সম্পর্ক

কত সম্পর্কহীন ভালোবাসা


কেউ অন্তঃজালে স্বপ্ন বুনে

আবার কেউ স্বপ্নে বুনে অন্তঃজাল

কারও শুরু কারও শেষ

কেউ শেষে মজা পায়

কেউবা আবার শুরুতে


কারও হাসির অন্তরালে এক সাগর দুঃখ

কেউ দুঃখী ভাবে নেয় সুখের মজা


কলিজার দাগ গুলো রয়ে যায়

ক্ষত সেই কবেই শুকিয়ে কাঠ


ভাবায় শুধু ভাবায়

নিউরন এত কেন ভাবায়??????


শামীম আল মামুন

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...