ll

রাতের বৃষ্টি

  রাতের বৃষ্টি


টিনের চালে টাপুর টুপুর

অন্ধকারে ঘেরা উঠান

মাঝে সাঝে বিদ্যুতের ঝলকানি

হিম হিম আবহাওয়ায় কাব্যের মাতলামি। 


হাজারো স্মৃতির উকি ঝুঁকি

দুরন্ত কৈশরে বৃষ্টিতে খেলা

বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে সবাই মিলে

বৃষ্টিতে ভেজা

মেসের সবাই মিলে মুড়ি মাখা খাওয়া

বৃষ্টির সন্ধ্যায় ভিজে পোড়াবাড়ি বা চাড়াবাড়ি গমন

সবই আজ ধূসর স্সৃতি।


বৃষ্টি এখনও হয়

হয় না শুধু আগের মত উৎযাপন

অতীতের ভবিষ্যৎ

এখন চলমান

বর্মানের ভবিষ্যৎ

এসিড বৃষ্টির দিকে ধাবমান।


বৃষ্টিতে হয়না শোনা এখন আর

রবীন্দ্র বা নজরুল

ভাবনায় যখন

জীবনের কোথায় কোন ভূল।


বৃষ্টি ঝোড়ে যায় থেমে

সময় কে যায় কি বাধা

সময়ের কোন ফ্রেমে।


বৃষ্টি স্নাত ভেজা মাটির গন্ধ

গেরুয়া হয়ে মন

মহাকাব্যের আকর্ষন নয় মন্দ।।।।


No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...