প্রকৃতির ঋণ
শামীম আল মামুন
স্বপ্নের জাল বুনতেও যেন
দিতে হয় ট্যাক্স
সকল দেশের সেরা
আমাদের এ দ্যাশ।
ইফতার সেহেরী তে কেউ খায় শুধু মুড়ি
কারও বা আবার টেবিলে খাবার সাড়ি সাড়ি।
কারও ক্ষুধা পেটে আসে না নিদ্রা
কারও বিলাসীতায় রাত হয় ভোর,
কেউ ঔষধের অভাবে ছাড়ে ইহলোক
অনেকে ঔষধকে ড্রাগস বানিয়ে
বলে নেষার জয় হোক।
কারও টাকার কমতি নাই
তার সেবা করার মানুষ নাই
যে যা পায়
তা পেয়েও হারাবার চায়।
বৃষ্টিতে ভিজে যাদের ভাঙ্গা ছাউনি
বৃষ্টি নিয়ে বিলাসিতা তাদের ই মানায়
যাদের শরীর বৃষ্টির ছোয়া কোনদিন পায়নি।
মৃত্যুর বিলাসীতা নেই কারও
তবুও কি মৃত্যুবন্ধ!
সকল আবেগের দুয়ার বন্ধ
মৃত্যুর আগেই কেন তবে
আবেগ ছাড়ো!
মৃত্যুর আগেই হয়ে যাও প্রানহীন
প্রকৃতি শুধিয়ে নিবে
তোমার সকল ঋণ।
No comments:
Post a Comment