ll

বড় পদবী

বড় পদবী, বড় খেতাপ করিলে ধারন বড় মাপের মানুষ হতে কে করিল বারণ গড়িলা বিশাল সম্পদ হিয়া তবে কেন ক্ষুদ্র স্বপ্ন দেখ বড় তবে হিয়া কেন ছোট বড় লোক তুমি ছোট লোকি মন অন্যের সাফল্যে তুমি বাহবাতেও কৃপণ হতাশ তুমি অনেক সাফল্যে সামান্য ব্যর্থতায় মূল্যবোধ তোমার হয়েছে পরিবর্তন টাকায় টাকায় টাকার ধরন চরিত্র তোমার যেন পাড়ার মাসি দেহ গড়েছ যেন খোদার খাসি নৈতিকতা জিনিস তাই পচা বাসি।।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...