ll

মন্ত্রের ষড়যন্ত্র শামীম আল মামুন তন্ত্র মন্ত্র সবই ষড়যন্ত্র। একবার রহিম করে করিমের বিরুদ্ধে আর একবার করিম করে রহিমের বিরুদ্ধে। কে আছ জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ। তেজে হও তেজোদিপ্ত বন্ধুর পথ করে মসৃন। নবজাতকের জন্য তৈরি কর প্রস্ফুটিত বাগান। হও মানব কল্যানে বিশুদ্ধ নিবেদিত প্রান না শুনে ছলনার আহ্ববান।। না থাকে যেন ক্ষুধার্তের চিৎকার, টাকার অভাবে বিনাচিকিৎসায় না থাকে যেন পড়ে লাশ হাসপাতালের বারান্দায়। বেকারত্বের অভিশাপে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গলায় ঝুলানো রশ্মির বোবা কান্না। কি অন্যায় ছিল তার কার দায়ে স্বপ্ন ভেঙ্গে খানখান। কেউ বুফেতে করবে ডিনার কারও পান্তা ভাতে নুনের সমাহার কারও জল পানে রাত পার। খেলে সবাই খাবে বুফেতে না হয় ডিনার হবে জলেতে। থাকবে না কোন পতি সর্বদা বিরাজমান সম্প্রিতী। সন্মান আর নম্রতা প্রতিষ্টিত সমাজ প্রথা। হবে দৃষ্টগোচর ভোতা হবে ষড়রিপুর নখর দিবে না কভু মনুষ্যে আচর। এসো জোয়ান দলে দলে তন্ত্রে মন্ত্রে না ভুলে। গড়ে তোলো বিশুদ্ধ নীতি যেথায় ভালোবাসা আর শুধুই সম্প্রীতি।।।।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...