ll

নতুন শিক্ষাক্রম: মূল্যায়ন পদ্ধতিতে আসছে পরিবর্তন, থাকতে পারে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা

 

নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষা রাখাসহ পাঁচ দফা সুপারিশ প্রস্তুত করেছে শিক্ষা


মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। সুপারিশগুলোর মধ্যে রয়েছে— লিখিত মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ আর কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ রাখা। 

গত সোমবার (২২ এপ্রিল) কমিটি মূল্যায়ন পদ্ধতি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একটি বৈঠক করে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এসব তথ্য জানান। 

গত ৫ মার্চ গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 

লিখিত পরীক্ষার বিষয়ে কমিটির সুপারিশে বলা হয়েছে, মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত (পরীক্ষা) মূল্যায়ন রাখা যেতে পারে। এ ছাড়া মূল্যায়নে আন্তঃসম্পর্ক বজায় রেখে লিখিত মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নের ওয়েটেজ ৫০ শতাংশ রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে স্কুল ভিত্তিক ষাণ্মাসিক ও বার্ষিক মূল্যায়ন এবং পাবলিক মূল্যায়নে একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া মূল্যায়ন অ্যাপ নৈপুণ্য হালনাগাদ করা, চূড়ান্ত মূল্যায়নে সনদ/ট্রান্সক্রিপ্টের ৭ পর্যায়ের স্কেলে যোগ্যতা ও পারদর্শিতার সূচক অভিভাবক ও অংশজনদের অবহিত করারও সুপারিশ করেছে কমিটি। 

নতুন শিক্ষাক্রমে বর্তমানে দুই পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এর একটি বছরজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিখনকালীন মূল্যায়ন, অন্যটি বছর শেষে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী, প্রাক্–প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা নেই। এ তিন শ্রেণিতে হবে শতভাগ শিখনকালীন মূল্যায়ন। আর চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচটি বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিখনকালীন। বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। 

নতুন শিক্ষাক্রমের এই মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবক–শিক্ষক–শিক্ষার্থী ও শিক্ষাবিদদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট দিনে কোনো লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না। 

নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর অগ্রগতি বোঝাতে নম্বর কিংবা গ্রেডের পরিবর্তে ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত ব্যবহার করা হবে। ত্রিভুজ হচ্ছে সবচেয়ে দক্ষ বা ভালো, বৃত্ত হচ্ছে মোটামুটি ভালো এবং চতুর্ভুজ মানে উন্নতি প্রয়োজন।

এ বিষয়ে একাধিক অভিভাবক বলেন, মূল্যায়নে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি নির্দেশক বা ইন্ডিকেটর বাতিল করা উচিত। একই সঙ্গে একটি নির্দিষ্ট দিনে নম্বরভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়ার দাবি তাঁদের। যাতে পরীক্ষার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়। 


শিক্ষাবিদ–অভিভাবকসহ বিভিন্ন মহলের উদ্বেগ, অসন্তোষ এবং লিখিত পরীক্ষা যুক্ত করার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নতুন শিক্ষাক্রমের মূল্যায়নপদ্ধতি পরিবর্তনের ইঙ্গিত দেন মহিবুল হাসান চৌধুরী। গত ১৪ জানুয়ারি শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।’ 

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এনসিটিবি এবং শিক্ষা কারিকুলামের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ ও ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি মূল্যায়নপদ্ধতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। একই সঙ্গে বিষয়টি নিয়ে জন-অসন্তোষ নিরসনে তা যাচাই–বাছাইয়ের পরামর্শ দেন। এরপরই ৪ ফেব্রুয়ারি মূল্যায়নপদ্ধতি ও কারিকুলাম নিয়ে ১৪ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠনের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটির আহ্বায়ক করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ খালেদ রহীমকে। কমিটির সদস্য হিসেবে আছেন এনসিটিবি, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিরা।


জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন

 জাতীয়করণের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষক মো. কাওছার আলী শেখকে চূড়ান্ত বরখাস্তের অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তিনি ঢাকার যাত্রাবাড়ীর সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। 

সম্প্রতি বোর্ড সভায় কাওছার আলী শেখের চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়। গত ২১ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে পাঠানো হয়

চিঠিতে বলা হয়, বিদ্যাল

                               

য়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) কাওছার আলী শেখের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি কর্তৃক আনীত অভিযোগ- সাহিদা পারভীনকে এমপিওভুক্ত করার প্রলোভন দেখিয়ে দাবিকৃত ছয় লাখ টাকার মধ্যে সাড়ে চার লাখ টাকা নগদ আত্মসাৎ; ২০২০ খ্রিষ্টাব্দে করোনা অতিমারীর সময় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের এক লাখ ৯৮ হাজার টাকা নগদ আত্মসাৎ; ‘জি কিবরিয়া অ্যান্ড কোং’ ফার্মের অডিটে ২০১০ খ্রিষ্টাব্দ থেকে ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত যাবতীয় তথ্য-উপাত্ত উপস্থাপনে ব্যর্থ; আয়ের খাতে এক কোটি ৪২ লাখ সাত হাজার ৪৮৯ টাকা নগদ অসংগতি; ব্যয়ের খাতে এক কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ২৫০ টাকা অসংগতি; ২০১৬ খ্রিষ্টাব্দে জাল সনদ ও খাতা টেম্পারিংয়ের মাধ্যমে নিজ আত্মীয় হোসেন শেখকে নিয়োগ দেওয়া; নতুন কারিকুলামের ব্যাপারে অসহযোগিতা; বিদ্যালয়ে সময় না দিয়ে ব্যবসায় ও শিক্ষক রাজনীতিতে সরব অংশগ্রহণ; বিধিবহির্ভূতভাবে অধ্যক্ষ পদবি ব্যবহার; রেজুলেশন বহি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিজ জিম্মায় রাখা।

চিঠিতে বলা হয়, গত ২৮ মার্চ শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভায় বাদী ও বিবাদী উভয়ের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদনের সুপারিশ এবং অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণপূর্বক ম্যানেজিং কমিটি কর্তৃক চূড়ান্ত বরখাস্তের বিষয়টি প্রমাণিত হয় বিধায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

গত বছরের নভেম্বরে কাওছার আলীকে সাময়িক বরখাস্ত করেছিল স্কুল কর্তৃপক্ষ। গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ২৩০তম বোর্ড সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (বরখাস্তকৃত) মো. কাওছার আলী শেখের চূড়ান্ত বরখাস্তকরণের বিষয়ে ম্যানেজিং কমিটির গৃহীত সিদ্ধান্তটি অনুমোদন দেওয়া হয়।



তাড়াশের লোকালয়ে কালোমুখো হনুমান

 সিরাজগঞ্জের তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সাদার রঙের কালোমুখী হনুমান। হনুমানটি তাড়াশ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বাসাবাড়ি, গাছপালা, দোকানে দোকানে ঘুরছে

মঙ্গলবার (২ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত তাড়াশ পৌর বাজার ও কোহিত মহল্লায় হনুমানটির দেখা পাওয়া যায়।  

স্থানীয়রা জানান, হনুমানটির গায়ের রং সাদা হলেও মুখটি কালো। এটিকে দেখতে শিশু, কিশোর ও নারী-পুরুষরা পেছন পেছন ছুটছেন। এলাকাবাসী কলা-রুটি ছুড়ে দিলে হনুমানটি সেগুলো খাচ্ছে। মাঝে মধ্যে শিশুদের ঢিলে অতিষ্ঠ হয়ে হনুমানটি গাছের ডালে ডালে, কখনও বাড়ির চালে লাফিয়ে চলে যাচ্ছে।

উপজেলার পৌর এলাকার বাসিন্দা মৃণাল সরকার মিলু বলেন, হনুমানটি আমার বাড়ির ছাদে ছিল। কিন্তু অতি উৎসাহী লোকজন হনুমানটির দৃষ্টি আকর্ষণে অবিরত চেষ্টায় প্রাণীটি স্থির থাকতে পারছে না। আবার সেলফি তোলার হিড়িকে সারাদিন এ বাড়ি ও গাছে দৌড়ে চলার কারণে হনুমানটি ক্লান্ত হয়ে পড়েছে।

তাড়াশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ বলেন, আমার বাড়ির ছাদে ও দোকানে ছিল কিছুক্ষণ। খাবারও খেয়েছে। কিন্তু লোকজন বিরক্ত করায় চলে গেছে।

তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু হাশিম খোকন বলেন, এই প্রাণীটির রাত ছাড়া গাছে ওঠার অভ্যাস নেই। কিন্তু কেউ ঢিল ছুঁড়লে বাধ্য হয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ির চাল ও গাছের ডালে উঠে পড়ে।

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, খবরটি আমি পেয়েছি। ধারণা করা হচ্ছে, দেশের বনাঞ্চল থেকে খাদ্যে সন্ধানে মূলত হনুমানটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলাচলরত কোনো ট্রাকের ছাদে করে হনুমানটি এ এলাকায় আসতে পারে। তবে হনুমানটিকে বিরক্ত না করলে, সে চলে যাবে।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে

 বিতর্ক এড়িয়ে রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (২৬ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ কথা জানান তিনি। বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।

              Watch now 

             

              Watch

             Play video

টাঙ্গাইল মাতালেন পরীমনি

 বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে টাঙ্গাইল মাতালেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার বিকালে শহরের আকুর-টাকুরপাড়া এলাকায় প্রসাধনীর একটি শোরুম উদ্বোধন করেন। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় মিলিত হন এই চিত্রনায়িকা।

পরীমনি বলেন, আজকে বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের ভালোবাসা সবার কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমরাও সেই ভালোবাসার অংশীদার হতে চাই। আমাকে কী আপনারা সত্যি সত্যি ভালবাসেন? আমরা একটি অথেনটিক প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। এখানে শুধু একটা প্রোডাক্ট নয়, এখানে অথেনটিক হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। রূপচর্চার জন্য যা যা দরকার সবই নিয়ে এসেছি।
 
তিনি বলেন, পরীর মতো সুন্দর কাউকে হতে হবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে সুন্দর, নিজস্বভাবে সুন্দর। সেই সৌন্দর্যকে আপনারা যত্ন করবেন। নিজেকে অনেক ভালোবাসতে হবে। তাহলে সুন্দর থাকা যাবে। আমরা সবাই নিজেদের মতো করে সুন্দর থাকব। আমরা মানুষ ও দেশকে ভালোবাসবো।

পরে দর্শকদের সঙ্গে সেলফি তোলেন ও স্টেটাস দেন- আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি। পরে হায়রে কী যে করি, হায়রে কী যে করি, আমি ডানাকাটা পরী আমি ডানাকাটা পরী গান পরিবেশন করেন।
 
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এ সময় হারল্যানের সিইও ও এমডি এমদাদুল হক সরকার, সিইও লাইফ স্টাইল সৈয়দ জুবায়ের আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলীম শিমুল, হেড অব সেলস মাজেজুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ইউরোপ রাশিয়া ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ইউক্রেনের

রাশিয়া হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গতকাল সোমবার এই দাবি করেছেন। তিনি বলেছেন, গত সপ্তাহে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে যে, হামলায় হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। প্রায় দুই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

কিয়েভ সায়েন্টেফিক-রিসার্চ ইনস্টিটিউট ফর ফরেনসিক এক্সামিনেশনের পরিচালক ওলেকসান্দার রুভিন তাঁর টেলিগ্রাম পোস্টে এই কথা বলেছেন। তিনি বলেছেন, গত ৭ ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালানোর পরে ক্ষেপণাস্ত্রের টুকরাগুলো নিয়ে প্রাথমিক বিশ্লেষণ করে ইনস্টিটিউট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি শব্দের চেয়ে ৫ থেকে ১০ গুণ বেশি গতিতে যায়। সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে এটির।

এর আগে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। তখন এই ক্ষেপণাস্ত্রকে ‘অপরাজেয়’ হিসেবে অভিহিত করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে জিরকনের ব্যবহার নিশ্চিত হলে, পশ্চিমা সামরিক সাহায্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই অস্ত্রটি যুদ্ধবিধ্বস্ত দেশের বিমান প্রতিরক্ষার জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ক্ষেপণাস্ত্রটি ভূমি না সাগর থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে ওলেকসান্দার রুভিনের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে যেসব চিহ্ন পাওয়া গেছে, তা দেখে মনে হয়েছে কিছু দিন আগেই এটি তৈরি করা হয়েছে।

more read


১৩ বছর আগে ডিভোর্স, তবুও কেন স্বামীর পদবি ব্যবহার করেন জয়া!

 দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার শোবিজ অঙ্গনে ক্যারিয়ার শুরু হয়েছিল জয়া মাসউদ নামে। মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি ‘জয়া আহসান’ নামেই দুই বাংলায় সমধিক পরিচিত।

১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ের পর সুন্দরভাবেই কেটে যায় এই দম্পতির এক যুগ। কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। শোনা যায়, ২০১১ সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া। যদিও এই বিচ্ছেদের খবর নিয়ে তারা কেউই কখনো মুখ খুলেননি।

এদিকে ২০১১ সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে গেছে আরও ১৩ বছর। এই লম্বা সময়েও আর নতুন করে বিয়ের কথা ভাবেননি জয়া। শুধু কী তাই? নামের পাশ থেকে এখনও ‘আহসান’ পদবিটা ছেঁটে ফেলেননি জয়া। 

জানা যায়, ব্রিটিশ ভারতের ঢাকার নবাব খাজা আহসানউল্লাহ পরিবারের সন্তান ফয়সাল আহসানের পুরো নাম মোহাম্মদ ফয়সাল আহসানউল্লাহ। এক যুগ ধরে ফয়সাল আহসান জয়ার স্বামী না হলেও জনপ্রিয় এই অভিনেত্রী এখনো কেন তার নামের অংশ ধরে রেখেছেন? ভক্ত-অনুরক্তদের রয়েছে জানার কৌতূহল। কিন্তু এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী।

নানা সময়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না’ বলে এড়িয়ে গেছেন। এছাড়া ফয়সাল আহসানের সঙ্গে কেন তার সংসার টেকেনি, তা নিয়েও কখনো মুখ খোলেননি দুই বাংলার সমান জনপ্রিয় এই লাস্যময়ী অভিনেত্রী।

তবে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজতাক বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফয়সাল আহসানরা ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পূর্বপুরুষদের হাতেই গড়ে উঠেছিল সদরঘাটে অবস্থিত দেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। এমন একটি পরিবারের বউ হয়েছিলেন জয়া। আর তাই ডিভোর্সের পরও ‘আহসান’ পদবি নাম থেকে মুছে ফেলতে পারেননি। 

এদিকে একসময়ের জনপ্রিয় মডেল ফয়সাল বর্তমানে রেস্টুরেন্ট, বুটিক হাউজ ও আমদানি-রপ্তানির ব্যবসা নিয়ে ব্যস্ত। এছাড়া সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ‘ভ্যাটারান হকি বাংলাদেশ’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন বলে শোনা যায়।

চলে বর্তমানে অতীতের হাত ধরে আর ছাড়ে

চলছে ঠিকই বর্তমানে

অতীতেরই হাত ধরে

অতীত কি আর পিছু ছাড়ে!

বুলিতে  বর্তমান

তবু অতীত বহমান।

ভিশনারি গুটি কয়েক

উল্টো রথে চলছে বিবেক।

আকডুম বাকডুম

আসলে নিষিদ্ধের ডোম। 

নিষিদ্ধ যা তাই

তাতেই  আনন্দ পায়। 

যুদ্ধে খুঁজে মানবিকতা

সাধারন তাই সমাজের বিশৃঙ্খলতা।

শিক্ষাই যেন অসভ্যতার কারন

কে কাকে করবে বারন!

স্বার্থপরতা আর নিজের বুঝ

মিলেমিশে একাকার।

উদার যে

সে মন্দ

কর্তব্যের বালাই নাই

অধিকার ষোল আনা চায়

সম্ভব হলে আবেগের ব্রাকমেলে পায়।

মূর্খদের গলাবাজি

স্বার্থের জন্য অতীতে

নেই আহাজারি

বর্তমানের ফুলঝুড়ি।

যার অতীতে লস

সে ভুলতে পারে না অতীত

যার অতীতে লাভ

তার কাছে অতীত

যেন মূর্ত অজগর সাপ।

নোংরা মন বেশে পরিষ্কার

সফেদ সাদা

কেমনে করবে আবিষ্কার।

এই করে সেই করে

জায়গা থেকে না নড়ে।

বিপদে থাকে না পাশে

আকাঙ্ক্ষা সবাই তার

করবে পূজা 

পূজারিণী বেশে।

অন্যের টা ফাও

অধিকার চায়

নিজের টা!

চরম মূল্য যার।

দেয়ালের ভিতরে দেখে

ঐ পাশে কল্পনার চিন্তা না আসে

বোকা সে অতী বোকা

জানেনা

কর্মফল দ্বিগুন হয়ে ফিরে আসে।।।।









একই ভোগে সব ভগবান তুষ্ট নয়

সবার চাহিদার জিনিস এক নয়। যার যা চাহিদা বেশীর ভাগ ক্ষেত্রেই সেটাই সে অন্য সবার চাহিদা মনে করে। চাহিদা পরিপূর্ন্য হয় শুধু চাহিদার বস্তু দিয়েই অন্য কোন বস্তু দিয়ে কারো চাহিদাই পূরন করা যায় না


। কারো সম্পদের চাহিদা,কারো পেশা চাহিদা,কারো সুন্দর সমাজের চাহিদা,কারো বিবেকের চাহিদা,কারো নৈতিকতার চাহিদা, কারো ক্ষমতার চাহিদা এরকম হাজারো রকমের চাহিদা ব্যক্তি থেকে ব্যক্তিতে বিরাজমান। একই ভোগে কি আর সব ভগবান তুষ্ঠ হয়


For more write in blog

See More

48 Valentine's Day Nail Ideas to Fall in Love With

48 Valentine's Day Nail Ideas to Fall in Love With

valentine's day nails with red face line drawing@BETINA_GOLDSTEIN / INSTAGRAM

Valentine's Day may be known as a day filled with chocolate, cards, and hearts, but we think that it's a reason to celebrate all sorts of love. Take a page out of the self-care handbook and treat yourself to a Valentine's Day-inspired manicure. Whether you're a fan of minimalist masterpieces, fun designs, bold pops of color, or prefer to keep it classic, the options are endless. Keep scrolling to discover 48 of our favorite Valentine's Day nail designs that are far from cheesy.

01of 48

Negative-Space White Heart

white manicure with negative space heart
@PHOEBESUMMERNAILS / INSTAGRAM

Sometimes, it's the absence of color that makes the biggest impact. Here, nails get coated in white, but the designs are made out of negative space. We love the statement heart nail juxtaposed with the classic French mani.

02of 48

Pastel Aura

pink and purple ombré Valentine's manicure
@LOLO.NAILEDIT / INSTAGRAM

This manicure radiates from within, giving an aura around the edges of the nail and moving from rich pink to light lilac.

03of 48

Classic Red

classic red and glossy manicure
@LOLO.NAILEDIT / INSTAGRAM

This is about as classic as it gets: a red manicure, made ultra-glossy with a top coat. We love the slightly pointed shape to add further interest.

04of 48

Preppy Pink and Green

pink and green valentine's day manicure
@PHOEBESUMMERNAILS / INSTAGRAM

Pink and green are a classically preppy color combo, but they work for the day of love, too. Just add a fun statement nail with a green base and tiny, pale-pink hearts on top.

05of 48

Simple Dots

red and white dot nail manicure
@LOLO.NAILEDIT / INSTAGRAM

We love this simple but bold style, which pairs neutral nails with a minimalist dot design over top.

06of 48

Red and Cream Floral

cream and red floral manicure
@CHILLHOUSE / INSTAGRAM

Florals typically scream spring, unless you add a jolt of red. Here, the clasically split manicure gets a unique spin, thanks to a smattering of small flowers down the center.

07of 48

Black and Beige

Black and nude valentine's day manicure with hearts
@HARUNAILS.GC / INSTAGRAM

A typical Valentine's Day manicure might employ pink or red, but this one feels fresh thanks to the unexpected color combo of beige and black. Here, each nail is a unique take on a classic French manicure—with the addition of a fun, heart-bedecked nail.

08of 48

Split Red and Pink

split red and pink manicure
@LOLO.NAILEDIT / INSTAGRAM

We love this split style, which sees each nail divided in half between either clear and red or clear and pink. You could change up the color on every nail or stick to two tones to keep things cohesive.

09of 48

Pink and Red Heart-Shaped Tips

pink heart-shaped tipped manicure
@NAILEDITNAILBAR / INSTAGRAM

As if the heart-shaped tip wasn't cute enough, this manicure pairs pink with red—adding further interest to the tip while the rest of the nail remains neutral. We love the addition of a glossy top coat.

10of 48

Negative-Space Scalloped Nails

Valentine's Day Nail Design with Negative Space Scalloped
@BETINA_GOLDSTEIN / INSTAGRAM

These pink and red negative-space nails are nothing short of chic. With tiny arcs of color along each nail's outer edge, this manicure is both simple and artistic. To create the look, use an ultra-thin striping brush dipped into the polish color of your choice.

11of 48

Psychedelic Pink and Purple

psychedelic pink and purple Valentine's Day manicure
@LOLO.NAILEDIT / INSTAGRAM

We love this 1970s-inspired manicure, which pairs pale-pink nails with light and darker purple details, like tiny hearts and rounded tips.

12of 48

Red and Nude

Valentine's Day Nail Designs Red and Nude
@PAINTBOXNAILS / INSTAGRAM

These bold red nails create a fun illusion with squiggles of nude throughout. While there’s no rhyme or reason to the lines, the finished look appears purposeful and put-together.

13of 48

Red With an Edge

Valentine's Day Nail Designs Red and Black French
@PAINTBOXNAILS / INSTAGRAM

This dark twist on the classic French manicure is a great way to give a nod to Valentine's Day without going over the top.

14of 48

Red Ladies

Valentine's Day Nail Designs with line drawings of faces
@BETINA_GOLDSTEIN / INSTAGRAM

Valentine’s Day is known for its romantic air. One way to pay homage to the day is with a sultry manicure that shows off the love and femininity of February 14. Case in point: These red line-drawing nails. 

15of 48

Pastel Outlines

Valentine's Day Nail Designs Pastel Outlines
@PAINTBOXNAILS / INSTAGRAM

If you couldn’t already tell, we’re suckers for well-placed negative space. Here, Paintbox embraces the look with this pale-pink outlined creation, and we’re in love.

16of 48

Gold Cuticles

Sometimes a Valentine’s Day-ready manicure is as simple as painting your nails the perfect shade of red and adding a bold gold strip of polish at the cuticle. And, we don’t know about you, but we think this red hue might just be an ideal pairing with the metallic accent.

17of 48

High-Shine Nails

Glossy red Valentine's Day manicure with white heart designs
@NAILS.BY.NESSAA / INSTAGRAM

These high-shine red nails have earned thousands of likes—and for a good reason. With seasonal nail art and trendy coffin-shaped tips, what’s not to love?

18of 48

Metallic Pink Tips

Valentine's Day Nail Designs Metallic Pink
@PAINTBOXNAILS / INSTAGRAM

Valentine’s Day nails don’t have to be layered in hearts to look like they’ve been struck by Cupid’s bow. Just look at these pink metallic French tips. We don’t know about you, but we think they look just lovely.

Byrdie Tip

Finish a light-colored manicure with a sheer pink top coat, which will help mask any nail imperfections or yellowing.

19of 48

Modern Red Mani

Valentine's Day Nail Designs Modern Red
@BETINA_GOLDSTEIN / INSTAGRAM

Looking for a new way to rock a red nail color without coating your entire nail bed in the bold hue? Look no further than this abstract blob nail art. With two slightly different shades of red, you can create high contrast and head-turning allure. For extra shine, add a dash of gold between the two hues.

20of 48

Love Pills

Valentine's Day Nail Designs Two Tone
@PAINTBOXNAILS / INSTAGRAM

Are these supposed to look like pills? Probably not. Do they? Yup. And let’s be real, they’re the perfect dose of Valentine’s Day cheer without being over the top.

21of 48

Red Jelly Nails

Red for Valentine’s Day and jelly make this see-through manicure a must. Of course, creating the enviable nail look will require enlisting the help of a professional, so be sure to bookmark this image and bring it to your next nail appointment.

22of 48

French Kisses

With slim French tips and half-hidden hugs and kisses, what’s not to love about these negative-space nails? The black-and-white color palette gives them an undeniably chic allure that could work great well past Valentine’s Day.

23of 48

Red French

Valentine's Day Nail Designs Red French
@VANITYPROJECTS / INSTAGRAM

If the idea of bright nails makes you cringe, rest assured you can hop on the Valentine’s Day bandwagon by opting for subtle red French tips.

24of 48

XOXO

These oversized XOXO nails add all the pink-and-red seasonal pops while getting edgy with black and white, too. If you’re going to try to DIY this look, be sure to have lots of uninterrupted time and a bottle of nail polish remover nearby for touch-ups.

25of 48

Tiny Black Hearts

Looking for a minimalist way to show off your Valentine’s spirit? These nails will do the trick. Best of all, the teeny black hearts are super simple to DIY. Use a toothpick to paint a dot at the base of each nail and gently drag upwards to create the hearts' arcs.

26of 48

Kiss Kiss

Valentine’s Day is the perfect time to smother each other (and your nails) in kisses. Since it’s a more detailed nail look, your best bet will be to bring this image to your manicurist so that they can recreate the look. 

27of 48

Thick French Tips

Valentine's Day Nail Designs Half Moon
@OLIVEANDJUNE / INSTAGRAM

French tips are back in a big way, with modern updates popping up on every corner (and in every Instagram feed). Here, the color is painted on so chunky that it features a negative-space half-moon at the nail cuticle.

Byrdie Tip

Use a circular sticker to section off the nail's bottom crescent and paint from the sticker to the tip in the red polish of your choice.

28of 48

Shades of Red

Valentine's Day Nail Designs Shades of Red
@OLIVEANDJUNE / INSTAGRAM

Can’t choose a single color but don’t want to deal with nail art? With this multicolored mani you can create an eye-catching nail look by simply choosing five different shades of red. How blessed are we that this nostalgic mismatched technique is now considered a must-wear trend?

29of 48

Heart-Eye Nudes

Valentine's Day Nail Designs Heart-Eye Nude
@OLIVEANDJUNE / INSTAGRAM

What happens when you upgrade the evil-eye nail-art trend with a Valentine’s Day theme? You get a nail look that will leave everyone (yourself included) heart-eyed. See what we did there?

30of 48

Geometric Hearts

If you’re one to believe the bolder, the better, check out these multicolored heart nails. It's a lot to look at with black-and-white hearts and pink-and-red backgrounds, but a statement nail look nonetheless.

31of 48

Vampy Coffin Nails

If you’re feeling dark and moody this Valentine’s Day (hey, we don’t blame you), check out these sultry, matte red nails. With a red fade from pinky to thumb, the seasonal nail look capitalizes on the ombré nail trend, too.

32of 48

Negative-Space Hearts

If you’re prepared to get hands-on with stencils, this negative-space heart manicure is worth considering for your Valentine’s Day nail look. To recreate, stick a heart-shaped sticker in the center of your nail and paint over it. Once the polish is dry, remove the sticker and finish with a top coat to lock in this swoon-worthy style.

33of 48

Matte Ombré Nails

Valentine's Day Nail Designs Matte Ombre
@SWEETANDSAVVYNAILS / INSTAGRAM

These almond-shaped nails make our hearts skip a beat. With a seamless fade from red to pink, they’re the perfect nail look for anyone who can’t quite make up their mind about which color to choose for their mani.

34of 48

Stained Glass Nails

Valentine's Day Nail Designs Stained Glass
@VANITYPROJECTS / INSTAGRAM

Ready to take your Valentine’s Day nails to the next level? With graphic lines and pops of color, this stained glass window-inspired manicure will make you fall head over heels.

35of 48

Lips, Hearts, and Eyes

This cartoon-meets-tattoo-inspired manicure makes us want to book a nail appointment ASAP. With hints of red, pink, and nude, not to mention the hearts and lips, the detailed nail art is perfect for Valentine's Day. Plus, who doesn't love a touch of glitter?

36of 48

Pink Arrow Nails

If Cupid created a manicure, we imagine it would look like this. To shoot your digits with a touch of love, try this metallic pale-pink masterpiece. With gold glitter arrows and negative-space accents, they're minimalist and majestic all at once.

37of 48

Red Edges

Valentine's Day Nail Designs Red Edges
@NATALIEPNAILS / INSTAGRAM

These bright red nails manage to make a major statement without even entirely covering each nail in color. To create the ultra-crisp lines, use striping tape. If you're a crafter or serial planner, you can even use washi tape to create a stencil to paint against.

38of 48

Matte Stripes

Valentine's Day Nail Designs Matte Stripes
@NATALIEPNAILS / INSTAGRAM

Craving a simple red manicure that still has contrast? This matte-striped monochrome mani will do the trick. To DIY the look, paint on your choice of red polish and use a matte top coat like Essie's Matte About You Top Coat ($16) to create a shine-free stripe across the middle of each nail.

39of 48

Queen of Hearts

Valentine's Day Nail Designs Hearts
@NATALIEPNAILS / INSTAGRAM

Keep it classic with a heart-covered design for Valentine's Day (or any day). With two shades of pink, the nails feature contrast without adding more colors into the mix.

40of 48

Red Roses

Valentine's Day Nail Designs Red Roses
@NAILS.BY.VALERIE / INSTAGRAM

We're all about buying ourselves flowers whenever we please. If you feel the same, you'll love these realistic hand-painted floral nails. The roses make them Valentine's Day-ready, while the baby-blue background offers a modern take on what's appropriate for Cupid's holiday.

41of 48

Milk Chocolate

Milk Chocolate Nail Polish

@HELUVIEE

Valentine's Day is synonymous with chocolate. If you don't want to keep it light but still incorporate this sweet color, look to this manicure, that uses some negative space, French tip, and swirl techniques.

42of 48

Amaretto

Close up of an almond-shaped manicure with glossy chocolate nail polish
@AMYLE.NAILS / INSTAGRAM

We're calling this luxurious brown shade amaretto, because why not? A deeply delicious mix between red and brown, this liqueur color is perfect for fall and all throughout winter, too.

43of 48

Classic French

Classic French manicure
@OLIVEANDJUNE/@THEMANICLUB/INSTAGRAM

There's nothing wrong with a classic. Keep it timeless this love day with a classic French manicure. To make things a little more modern, try a micro-French mani.

44of 48

Tiny Hearts

Nude nails with tiny red hearts dotting each one
@HELUVIEE / INSTAGRAM

Not everyone wears their heart on their sleeve. For those who want to showcase a little love but keep it simple, these tiny hearts over a neutral nail are the perfect way to do so.

45of 48

All-over Glitter

Yellow gold to rose gold glitter ombre nails.

@BETINA_GOLDSTEIN

Valentine's Day has become a day for everyone to celebrate love. Whether it's spent with your significant other, friends, or even yourself (who doesn't love self-care?), add a little glitter and a have fun with it.

46of 48

Burgundy and Red Stripe

Clear nails with burgundy and red double-stripe design

@ALICIATNAILS

We love this red and burgundy combo together, especially when it is done in such a minimal way with horizontal and vertical stripes. Try OPI's Big Apple Red ($11) and Got the Blues for Red ($11).

47of 48

Berry Fade

Classy Nail Designs Berry Fade

@THE_GELBOTTLE_INC

These berry Skittles nails are the perfect colors to enjoy winter but carry you into spring.

48of 48

Champagne

Long square-shaped nails with soft champagne polish
@MELANATED.MANI / INSTAGRAM

Love of any kind is reason to celebrate. Pop some bubbly or try a champagne manicure to make this day a little more special.

Ad


বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...