ll

আবদুল্লাহ এবং ছাব্বির

 আব্দুল্লাহ এবং ছাব্বির

শামীম আল মামুন

আব্দুল্লাহ এবং ছাব্বির

দুজনই আমার ছাত্র,

পড়ে ক্লাস সেভেন এ

পোড়ালেখা রেখেছে তারা কফিন এ।

পড়ালেখায় নাই তাদের মন

পড়তে এসে গুনে শুধু ক্ষন।

আব্দুল্লার ইংরেজি উচ্চারনে দাত ভাঙ্গে

ছাব্বির কি থেকে কি পড়বে!

এই নিয়ে পড়ে ঘূর্নিপাকে।

যখন মনে হয় তখনই

পড়া রেখে দেয় দৌড়,

তারা আদতে পড়া চোড়।

যে পড়া পড়ে না

সেই বই আনেনা।

মাঝে মাঝে আনে

শেষ হওয়া খাতা

যুক্তি দেখায় যাতা।

পড়ালেখায় অনিয়মিত তারা

ঘুরে সাথে অছাত্র যারা।

বোঝার ক্ষমতা আছে তাদের

নিয়মিত পড়ালেখা যদি করত

ফাল রেজাল্ট করতে পারত। 


1 comment:

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...