ll

রায়হান

 রায়হান

শামীম আল মামুন


মেডিকেল এ্যাসিস্ট্যান রায়হান

তারা তিন ভাই এক প্রাণ।


তাদের অভিভাবক মনিরুল ভাই

ছোট দুই ভাই এর

সন্মানের কমতি নাই।


সাইফুল জব করে ইন্ড্রাস্টিতে

রায়হান প্যাকটিস করে

বসে নিজের ফার্মিসিতে।


মনির ভাই জব করে পলিটেকনিকে

সদা মান্য করে চলে

তাদের মা কে।


রায়হান সবার ছোট

তাই ভিন্য তার মটো। 

করতে চায় রাজনীতি

নয় এটা ভিমরতী

ভিতরে আছে উদ্দোম

ফার্মেসি আর প্যাকটিস চালায় প্রানপন।


তারা সবাই আমার মামাতো ভাই

সব সময় তাদের ভালই পাই।


ভাল থাকুক তারা

তিন ভাইত্রয়

তাদের ভাল চায় না যারা

হিংসায় পুড়ুক তারা।।।



1 comment:

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...