ll

মৃত্যু

 মৃত্যু

শামীম আল মামুন

চরম আবেগ

শত্রূর চোখেও জল।

সব্বোর্চ ভালোবসার প্রাপ্তি

যেখানে জিবনের সমাপ্তি।

ব্যস্ত কর্মকান্ড সব ফেলে রেখে

যেতে হয় মাটির ঘরে।

চির নিরব নেই কোলাহল

ভুলে যায় সবাই

যে ছিল তার ভালোবাসার পাগল।

কেউ হয় কেঁদে সারা

আপন অনাত্মীয় তারা। 

ব্যস্ত করতে বিদায়ের আয়োজন

সাঙ্গ হয় জীবনের সব প্রয়োজন।

কর্ম যদি থাকে

মানুষের মুখে বেচে থাকে।

হওয়া যায় স্মরণীয়

করে যাওয়া ব্যবহার অতুলনীয়।

ক্ষুদ্র জীবন ছেড়ে

অনন্ত জীবনে প্রবেশ

কর্মেই দুনিয়ায় রেখে যাওয়া আবেশ।।


No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...