ll

নগ্ন হৃদয়

 নগ্ন হৃদয়

   শামীম আল মামুন

নগ্ন হৃদয় যার

সেথায় নেই মূল্যবোধের ধার।

স্বার্থপর বরই স্বার্থপর

কোরামের লোক ছাড়া সবাই পর।

নিকৃষ্ট চিন্তাভাবনা

অন্যায় ব্যবহার

অন্যের টা কেড়ে নেয়ার হুংকারে ধার।

অধিকারে শতআনা

দায়িত্বে দেনা তাতে নাই মানা।

নিজ লাভে অবিরত কারসাজি

ভালকে বানায় পাজি।

নির্লজ বরই বেহায়া

নেই আদর্শের ছায়া।

বর্নবাদে ভরপুর মন

যে শুধু দিবে

সেই আপন জন।

ক্ষুদ্র জিবন

হে নগ্ন হৃদয়!

ভজো আপন জন

নয় শুধু আপন মন আর ধন

অসুখ হবে দুর

সুখের সাথে যাবে অনেকদুর।।।।


1 comment:

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...