কোরাম
শামীম আল মামুন
এক্স ওয়াই জেড মিলে করছে কোরাম
ভাগবাটোয়ারা তিন জনেই কত আরাম।
নাই গনতন্ত্র নিয়ম আর বৈধতার বালাই
অন্যরা বসে দেখে আর খায় বুট কালাই।
বিবেকের মাথায় পরেছে জং
মাঝে সাঝে তারা করে সং।
ডেভলপমেন্ট নিয়ে নেই কোন ভাবনা
ব্যস্ত নিয়ে নিজের যাতনা।
অদক্ষ বিশৃঙ্খল তাই এত গোপনীয়তা
অন্যেরা দেখায় অনেক বেশী সহনশীলতা।
কোরামেরা ভাবে তারাই বড় চালাক
যেকোন সময় হয়ে যাবে তালাক।
সময়ের অভিশাপে হবে দংশিত
সেদিন আতঙ্কিত হবে স্তম্ভিত।।।।।
No comments:
Post a Comment