ll

নৌকা

 নৌকা

শামীম আল মামুন

চেতনায় আওয়ামীলীগ

প্রানের মার্কা নৌকা

চেতনায় নেতা শেখ মুজিব

প্রানের নেত্রী শেখ হাসিনা।

গনতন্ত্রের মানস কন্যা

দেখাচ্ছে উন্নয়নের বন্যা। 

দেশ টান করে শিড় দাড়া

দেখে ক্ষমতা লোভিরা দিশেহারা।

দিয়েছে উন্নত দেশের ডেড লাইন

ইতিমধ্যেই দৃশ্যগোচর সাইন।

পদ্মা সেতু হয়ে গেছে

হিংসায় বিরোধিদের গড়গড়ি খায় মেঝে।

অনেক দেশের চেয়ে

বাংলাদেশ আছে ভালো

কাঠের চশমা পড়া যাদের

তারাই শুধু ভালোকে বলে কালো।

আমৃত্যু থাকবে ক্ষমতায় শেখ হাসিনা

ভিন্ন অন্য কাউকে  চাই না।

নেত্রী মোদের আবেগ

তিনিই দেশের বিবেক

লক্ষ্য হীন যারা

চিরকালই থাকবে তারা সাবেক।

নেত্রী তুমি এগিয়ে চল

সাথে নিয়ে বাংলাদেশ

দেশ হতে দূর হবে

অভাবের লেশ।

এক বছর পর

আবার হবে ভোট

নৌকার হবেই জয়

আসুক যত ঐক্যজোট।

জয় শেখ মুজিব জয় শেখ হাসিনা

আওয়ামীলীগ ছাড়া অন্য দল

আমরা আর ভজিনা।

টাকার হবে ডলারের মান

চলে যদি বর্তমান উন্নয়নের যান।।।।।।।।।।


No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...