মৃত্যু
মৃত্যু মানে আবেগ
মৃত্যু মানে শূন্যতা
মৃত্যু মানে কান্না
বন্ধ সকল বায়না
মৃত্যু মানে ভূলে যাওয়া
ফেলে যাওয়া সকল পাওয়া
মৃত্যু মানে একাকিত্ব
মৃত্যু সেতো জীবনের ফল
মৃত্যু মানে আত্মার বিদায়
মৃত্যু মানে এক বুক অভিমান
মৃত্যু মানে বোবা কান্না
মৃত্যু মানে শেষ থেকে শুরু
শুরুর রুপে শেষ
মাঝ খানের গল্পগুলোর
যোগফল শূন্যতেই শেষ
মৃত্যু মানে মুছে যাওয়া দেনা পাওনা
মৃত্যু মানে পচে যাওয়া শরীর
মৃত্যু মানে ভয়
মৃত্যু মানে অন্ধকার
মৃত্যু মানে শুরু কর্মফল
মৃত্যু সেতো জিবের শেষ পরিনতি
মৃত্যু মানে অব্যাক্ত অভিজ্ঞতা
না বলা স্বাদ
মৃত্যু মানে নির্বকার
মৃত্যু মানে শেষ যাত্রা
মৃতু মানে চির বিদায়
মৃত্যু মানে পর্তাবর্তন।
মৃত্যু মানে শিহরন
মৃত্যু মানে শেষ কবিতা লিখা।।।।।
No comments:
Post a Comment