ll

নষ্টের দাম

 নষ্টের দাম ষোলআনা

শামীম আল মামুন

বরই মানহীন ব্যবস্থা

অচলায়তন অচল অবস্থা

জুতা উঠে গেছে মাথায়

মাথা তাই নিচের দিকেই ধায়

আতালি পাতালি যত আয়োজন

নষ্ট সমাজে চোর চোট্টাই মেটায় প্রয়োজন

ভালো কাজ নাকি করতে মানা

কারন নষ্টের দাম ষোলআনা।।।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...