ll

 যুতসই উন্নয়ন

শামীম আল মামুন


যে দেশে হয়েছিল বঙ্গভঙ্গ

সে দেশেই হয়েছিল রদ

টেকসই উন্নয়নের স্বপ্নে বিভোর

বর্তমানে টিকে থাকাই হয়েছে ফাপর।


ব্যবহার না করাকে বলে না সাশ্রয়

অপচয় না করাটাই টেকসই এর পশ্রয়। 


ভবিষ্যতে পরবে স্যুট

এখন যখন উলঙ্গ পাছা

আধ মরাদের ঘা মেরে

আর কি বাচানো যাবে রে বাছা। 


লেজ কাটা বানরের উপদেশ যেমন

দেশের উপদেষ্টাদের উপদেশ তেমন। 


সংকট মোকাবেলাই আসল ব্যবস্থাপনা

এছাড়া সবই কানা ফকিরেরও জানা।


রিস্ক বা হ্যাজার্ড হোক যেটাই

মোরল তুমি সঠিক যেটি করবে সেটাই।


কবিরাজি আর ঝাড়া পানি

এগুলো পৌরানিক কাহিনী

হাসি পায় বড্ড হাসি পায়

উন্নয়নের সাথে জ্ঞান যদি পিছে ধায়।


টেকসই উন্নয়ন যুত সই উন্নয়ন

নড়বড় খুটি চালের বাধন ঢিলা

যতই বানাও পাকা ঘর

ঝড়ে যাবে ভেঙ্গে

তোমারই হবে না ঠাই

নাতী পুতি বাস করার চিন্তা কোথায় পাই।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...