সবাই হারিয়ে যায় সময়ের স্রোতে
কেউ চোখে হারায়
কেউ হিয়ায় হারায়
কেউ অহংকারে
কেউ নেশায়
কেউ পেশায়
কেউ স্বার্থে
কেউ ব্যর্থতায়
কেই সাফল্যে
কেই কষ্টে
কেউ ক্ষুধায়
কেউ চরিত্রে
কেউ অভিমানে
কেউ না পাওয়ায়
কেউ ক্রোধে
কেউ ভয়ে
কেউ হতাশায়
কেউ সততায়
কেই অসততায়
কেউ অতি ভালয়
কেউ ভুলে
সব সময়ে থাকে সম সঙ্গ
যখন দমে হারায়
ভাঙ্গে সকল সঙ্গ
থমকে যায় তার সময়
নশ্বর এ পৃথীবিতে
অন্য হারানো গুলো তখনও খুজে সঙ্গ
এটাই জিবনের বিহঙ্গ।।।।।।
No comments:
Post a Comment