ll

কিশোর কিশোরী

 ওহে কিশোর কিশোরী

জীবন টা নয় শুধু অনুভূতির ফুলঝুড়ি

বয়সটা ভালো লাগার

লাগবে ভাল সবই

জীবন যেন এক রঙ্গিন ছবি

স্বপ্ন দেখা স্বপ্ন বোনা

নয় একই কথা

বেশী স্বপ্নে বোনা স্বপ্ন

দুঃস্বপ্ন  মরুময়

সব কিছুর স্বাদ নিতে নেই

কিছু স্বাদ ভবিষ্যতের

স্বাদে যদি হারাও

কালের গর্ভে হারাও

বিশ্ব শাসন করবে তুমি

এই হোক তোমাদের পন

অনুভূতিকগুলোকে পাশে নিয়ে

করো জীবন আর জীবন বোধের চাষ

তোমার শেষ নিঃশ্বাস তোমাকে

বানাবে একদিন ইতিহাস।


শামীম আল মামুন


No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...