ll

দেবালয়ে শয়তানের প্রবেশ

শামীম আল মামুন


 দেবালয় চালায় শয়তান

পূর্ণ্য পাপের কাছে চায় পরিত্রান

শয়তান সেজেছে ত্রাণকর্তা

পূজারী আর পূজা বড়ই স্বস্তা। 


লোকালয়ের ভিড়ে অনেক লোকালয় থাকে

কেই ঠায় দাড়িয়ে মানবতার বাকে

অপেক্ষা ট্রাফিকের সবুজ বাতির

এ্যাম্বুলেন্স সিগনালে দাড়িয়ে

মৃতপ্রায় মনু পেলই বুঝি অক্কা


মনুকে চাইলে বাচাতে 

সিগনাল গুড়িয়ে  এ্যাম্বুলেন্স চলবে

শয়তান কাপবে

কাপড় হবে কাফন।।।।।।।।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...