পরশ্রীকাতর
দূর্বল ভালোবাসা
হিয়ার ভেতর
ভালোবাসা টাকায়
শূন্য ভালোবাসায়
দাড়িয়ে রবে ফাকায়
অধৈর্য্য অস্থির
ব্যর্থতা করবেই স্থির
কলা বেচে দুধ কেনো
আবার দুধ বেচে কলা
দুধ কলাতেই জীবন যাবে
ঝালের অতৃপ্তি রবে
আমি আর আমরা
কার কাছে কি প্রিয়
এই তর্ক অপ্রিয় বোকামিও
জিবন জেদে তাজা
অভিমানে চিনি ছাড়া চা
রাগে কাদায় পিছলে পড়া
ভালোবাসায় সিক্ত নতুবা রিক্ত
শামীম আল মামুন
No comments:
Post a Comment