শিক্ষিত লোকের অভাব নাই
সুশিক্ষিত গুটি কয়েকই পাই
ভারসাম্য নাই জ্ঞানে
তারতম্য মানে
বাহু বলের অভাব নাই
সৎ সাহস দু একজনার মধ্যে পাই
কি আর করা
বারুত থাকলে তো হয় না
শুকনা কাগজ বা কাপড় চাই
বহু কাল আগে
অনেকে রক্ত দিত অনেকের স্বার্থে
এখন ব্যক্তি ব্যাক্তির রক্ত নেয়
স্বার্থ আর অর্থে
মিথ্যার দল ভারি
সত্যের দাম কানাকড়ি
অপদার্থরা এখন পদার্থ
পদার্থ রা কৃষ্ণ গহ্বর মাকাল ফল
সভ্য নগরিতে
মানুষ হয় বেচা কেনা
কেউ বিক্রি হয় সেচ্ছায়
কেউ বা বেচে থাকার লোভে
শেষ মেষ কি কেই পার পায়
কেউ কি পেরেছে
টিকে যেতে এই ধরাধামে।।।।
No comments:
Post a Comment