রুপক বটবৃক্ষ
শামীম আল মামুন
বিরাট বড় বটবৃক্ষ
তাতে নাহি পাতা
নির্লজ্জ পরগাছা
আগে বেয়েছে মাথা,
এখন বায় গাত্র
যখন মাথায় নেই পাতা।
যদিও সে আলো বাতাস পায়
তবুও সে অন্যের গাত্র বায়,
স্বভাব ভুলে যাওয়া দায়।
পরগাছা যতই হউক সে বড়
দূর্বল মেরুদন্ড
নেই গুন ঔষধী
সবই ভীমরতি।
নানান রকম পরগাছা
জোর করেই বেয়েছে গাত্র
প্রাণ তো আছে,
ভাবে বটবৃক্ষ
না হয় হলাম
আমিই তাদের প্রাণপাত্র।
সময়ের স্রোতে বানের পানিতে
করে জায়গা বদল
তরতাজা বটবৃক্ষ দেখে
তাদের মনে খেলে যায় দোল।
করতে চায় সন্ধি
মনে যদিও ফন্দি।
স্বভাব সে তো ছোটবেলার
জীবন সায়ান্হেও দূর করা ভার।
চটাং চটাং কথার জোর
সবাইকে করতে চায় বিভোর।
মানবিকতা হীন কর্মকান্ড
কদম গাছও বুঝে
এ এক আদিম যুগীয় লঙ্কাকান্ড।।
No comments:
Post a Comment