ll

৭ মার্চ ১৯৭১

 

৭ মার্চ ১৯৭১
শামীম আল মামুন

৭ মার্চ ১৯৭১ রেসকোর্স ময়দান
লক্ষ জনতা প্রতিক্ষায়
কখন আসবেন শেখ মুজিবর রহমান।

অত:পর মঞ্চে উপবিষ্ট হলেন
শুনালেন পাকিস্থানীদের শোষনের কথা
দিলেন স্বাধীনতার ডাক
বললেন পাকিস্থানী শোষন নিপাত যাক।

বললেন যার যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুতির কথা
রক্ত দিয়ে গাধতে হবে বিজয়ের গাথা।

২৬ মার্চ শুনালেন
৭ মার্চের ভাষনের শেষ লাইন
রক্ত দিয়েই রচিত হবে স্বাধিন দেশের আইন।

বাঙ্গালি রক্ত দিল সম্ভ্রম দিল
ছিনিয়ে আনল স্বাধীনতা
অনন্য বিজয় গাথা।

৭ মার্চের প্রতিফলন
বাঙ্গালির আজন্ম গর্বের ধন।

পয়েট অব পলিটিক্স
শেখ মুজিবর রহমান
বেচে রবে তুমি
যত দিন রবে পদ্মা যমুনা বহমান।

No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...