ll

সুশীল

 সুশীল

শামীম আল মামুন

সুশীল গোপনে গোপনে বরই অশ্লীল

বান্ধবীর গাড়িতে ঢালে মোবিল।

বুদ্ধি বেচে খায়

অবুদ্ধি কুবুদ্ধি যা দিয়ে পায়।

তেলবাজিতে সদা চঞ্চল

ভালোবাসা তাদের বনজঙ্গল।

কেউ দেশকে করে পুজি

নেয় বিদেশীদের কাছ থেকে রুজি।

কেউ দেশকে করে বিভক্ত

ছড়ায় অপসংস্কৃতি  প্রতি ওয়াক্ত।

কেউ কোন পন্থায় ঠায় না পেয়ে

হয়ে যায় নিজ পন্থি

হোক না দেশের অবনতি!

তাতে তাদের কি

সবই তো চড়ইভাতি।

সুশীল রা ব্যস্ত নিয়ে টকশো

মাঠে নেমে ধরে ভো

বলে আবোল তাবোল

আদতে তাদের গোড়ায়ই গন্ডোগোল।

দেশপ্রেমের কথা বলে

দেশকে করে পুঁজি

জ্ঞানও বরই অল্প

তাই অন্যের গবেষনা করে চুরি।

জ্ঞান পাপি তারা

তাদের মানে যারা

কমপ্লিটলি বোকা তারা।।।।।।


1 comment:

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...