রুচির দূর্ভিক্ষ
শামীম আল মামুন
অযোগ্যরা যোগ্যতা পায়
তার বসার কথা কোথায়?
সে কোথায় জায়গা পায়!
যাকে খোজার কথা
তাকে সবাই হারিয়ে বেড়ায়।
তার যাওয়ার কথা যেথায়
সে যায় কোথায়!
সন্মান পাওয়ার কথা কার
সন্মানী হয় কে!
যে হারিয়ে যাবার কথা
সেই নাকি চোখে হারায়!
ধূতুরা যখন রজনীগন্ধা
গোলাপ তখন জাদুঘরে।
রুচিতে অরুচি
অরুচিতেই রুচি,
এ যেন রুচির দূর্ভিক্ষ
চারিদিকে বহমান।
অযোগ্যরা তাই করে
শিড় দাড়া দন্ডায়মান।